স্ত্রীর নামের পরিবর্তে স্বামীর নাম, স্বামীর নামের পরিবর্তে স্ত্রীর নাম, বাবার পরিবর্তে ছেলের নাম—এভাবে অনেকের নাম অনুমোদন করে মুক্তিযোদ্ধা তালিকায় তোলার সুপারিশ করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায়।



 স্ত্রীর নামের পরিবর্তে স্বামীর নাম, স্বামীর নামের পরিবর্তে স্ত্রীর নাম, বাবার পরিবর্তে ছেলের নাম—এভাবে অনেকের নাম অনুমোদন করে মুক্তিযোদ্ধা তালিকায় তোলার সুপারিশ করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায়। আবার কারও ক্ষেত্রে দেখা গেছে মুক্তিযোদ্ধার নাম ও বাবার নাম পুরোটাই ভুল। এখন এসব সংশোধনের জন্য দৌড়ঝাঁপ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের স্বজনদের।

কোন ভুলে এমনটি হয়েছে, নাকি জালিয়াতি করে অন্য কারও নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জামুকার প্রায় প্রতি বৈঠকেই এসব নাম সংশোধনের জন্য দৌড়ঝাঁপ করছেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনেরা। তাঁদের অভিযোগ, জামুকার এমন ভুলের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই সরকারি স্বীকৃতি ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

Post a Comment

0 Comments